অধিকার
তাসনিয়া রহমান
আমাকে ছুয়ে দেবার যাবতীয়
অলিখিত অধিকার তোমার হাতে অর্পিত হয়েছিলো বহুকাল আগেই
তবুও তুমি অধিকার বলে শরীর ছোও নি
তুমি মন ছুয়েছো দিনে দিনে গভীর থেকে গভীরে
মাতাল বন্যতায়
আজ আমি ব্যাকুল তোমায় ছুয়ে দেবার অপেক্ষায়
তোমার প্রেমের অন্তরতা, গভীরতা আমাকে মরিয়া করে তুলেছে
কী জাদু! কী মায়া!
আর দশ টা পুরুষের থেকে ভিন্নতাই তোমার অলংকার
তোমার নিগুঢ়তা আমার ঐশ্বর্য সঞ্চয় করে
কোনো সুদর্শন যুবক আমার মন কাড়তে পারে না
আমি আঁটকে আছি!
আমায় টেনে নাও তোমার বুকে
গ্রহণ করো কৃতজ্ঞতার সব পূজোর ফুল
একটি একটি করে যা কুড়িয়েছি আমি শত বছরে
ও হে প্রেম পুরুষ
আমায় সিক্ত করো তোমার শৌর্যে
পুষ্পিত হোক অরণ্য যা বহুকাল ধরে বসন্তের প্রহর গুণছে।