নির্বাসিত স্বপ্ন
তানিয়া আফরোজ (মানিকগঞ্জ)
নির্বাসিত স্বপ্ন আমাকে ক্ষত বিক্ষত করে
ছাই চাপা অনলে ভস্মীভূত হই
অতল গহ্বরে নিমজ্জিত আমি
ভগ্ন হৃদয় বীনায় কেবলই বিরহের সুর বাজে।
এই আমি এমন ছিলাম না
ছিল প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসের স্পন্দন।
একদিন ভূঁইচাপার মালা খোঁপায় জড়িয়ে
জোসনার কিরণে মন ভিজিয়ে ছিলাম,
শতকোটি আলোকবর্ষ পেরিয়ে
ভ্রমণ করেছিলাম বিশ্বব্রহ্মান্ড।
তোমার কথার জাদুতে ছিলাম মন্ত্রমুগ্ধ
সম্মোহনী শক্তিতে ভাসিয়ে নিলে
আমার ভিতরের আমি এক ঘূর্ণিপাকে ঘুরছিলাম।
তুমি হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিলে
সঙ্গে সঙ্গে হাজারটা গোলাপ
তার পাঁপড়ি মেলে ধরলো
শুরু হলো কোকিলের কুহুতান।
চন্দনের মাতাল করা গন্ধে ভরে গেলো চারপাশ
মেঘমালা ভেদ করে ছুটে চললাম অমরাবতীর সন্ধানে।
তারপর কত চন্দ্রপক্ষ, শুক্লপক্ষ পার হলো
কত নক্ষত্রের পতন হলো,
কত অনাদিকাল ঠাঁই দাঁড়িয়ে রইলাম
আর দন্ডিত হলাম ভালোবাসার অপরাধের।
এক পান্ডুলিপি দুঃখ উপহার দিলে
সৌজন্যে সংখ্যা হিসেবে
যার প্রতিটি পাতায় দুঃখগুলো বিলাপ করছে।
এখন নির্বাসিত স্বপ্নকে পিছনে ফেলে
সময়ের পথ ধরে বাস্তবতাকে আকঁড়ে বাঁচি।