১৬৭ বার পড়া হয়েছে
তাতালো তাঁতঘর
শাইনি শিফা
২৯-১১-২১
আমি না হয় তুমি নই।
তোমার মত সাধ্য কই?
শৈশবে বয়োজ্যৈষ্ঠর মুখের পানের ছিবড়া খেয়েছি যেমন করে
তেমন করে এখনও অন্ধকারে খাবি খাই।
শাড়ির জমিনের চেয়ে পাড়ের দিকেই নজর বেশি যার
তাকে আর তাঁতঘর দেখিয়ে লাভ কি?
অন্ধকারে মাকুর হাতে আমি শুধু খটখট শব্দ করেই
স্বপ্নের জাল বুনে চলি।
দিনশেষে পড়ে থাকে
আমার ধোঁয়া ওঠা নিঃস্বাশ।
তুমি তখন সুখী পাড়ের সাথে রং মিলিয়ে পাঞ্জাবী পড়ো।
স্বপ্নের কুচি ঠিক করে সাজিয়ে দাও
তার হাতে হাত রেখে।
১ Comment
একটি অভিমানী কবিতা