গল্প কবিতায় আকন পরিবার:
গত ২রা ডিসেম্বর ২০২১ তারিখে বরিশালের প্রাণকেন্দ্র আকন ভিলায় অনুষ্ঠিত হলো তসলিমা হাসান ফাউণ্ডেশন-এর সৌজন্যে সোশ্যাল মিডিয়া বালুচরের সংগঠনের পরিবেশনায় কবিতা পাঠের আসর ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে আকন পরিবারের চারজন গুণী শিল্পী ও লেখক রোকেয়া আকন, কবি কথাসাহিত্যিক তসলিমা হাসান, কবি ফরিদা বেগম, কবি সোহেল আকন নবাব এর কবিতা পাঠসহ শিল্পীদের নিয়ে দিনব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠান।
‘গল্প কবিতায় আকন পরিবার’ শীর্ষক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজ অধ্যক্ষ বিশিষ্ট আবৃত্তিকার ও লেখক ফয়জুন নাহার শেলী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে টিভি অভিনেতা ও সমাজসেবক আবুল খায়ের সবুজ। বাংলাদেশ টিভি ও বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী সজিব আহমেদ, স্বেচ্ছাসেবক সংগঠন শালিন্য কিশোর চন্দ্র বালা,
অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া বালুচর সংগঠনের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় গান, নাচ, ছড়া/কবিতা আবৃত্তি ও কণ্ঠশিল্পী সজীব-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সমাজের অনেক গুণীজন, সমাজকর্মী ছাড়াও শিশুকিশোর এবং শিক্ষার্থীদের অনেকেই উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন।
৩ Comments
Congratulations.
এই সুন্দর প্রাণবন্ত ভিন্নধর্মী অনুষ্ঠান সত্যি শিল্পসাহিত্য অঙ্গনকে সমাজে ব্যতিক্রমী মাত্রা ও চমক এনে দিয়েছে/ এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই/
খুব ভালো। শুভকামনা রইলো।