১৩৩ বার পড়া হয়েছে
বৃষ্টির ছড়া
স্কুল যখন ছুটি হল
আকাশ ছিল ভারী
দিদি আমি দু’জন মিলে
যাচ্ছি ফিরে বাড়ি।
হঠাৎ পথে বৃষ্টি এল
ব্যাগে বই খাতা,
বৃষ্টি ভেজা অনেক মজা
সঙ্গে নেই ছাতা।
মাটির রাস্তায় অনেক কাদা
আছাড় খেয়ে তবুও হাসি,
জামা কাপড় ভিজে গেলে
সর্দি জ্বরে আমরা কাশি।
তসলিমা হাসান
কানাডা, ৩০-০১-২০২১
২ Comments
খুব সুন্দর! বর্তমানে ছোটোদের জন্যে লিখতে বড় লেখকদের মধ্যে বেশ কার্পণ্য দেখা যায়। সুলেখিকা তাসলিমা হাসান বৃদ্ধবৃদ্ধাদের জন্যে লিখেন, কোমলমতি শিশুকিশোরদের জন্যেও লিখেন- তার লেখনী শুধুমাত্র প্রেমের উপাখ্যানেই সীমাবদ্ধ থাকে না। আমি লেখিকার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রতিবিম্বপ্রকাশকেও ধন্যবাদ।
very good job. Congratulations.