তবুও মনে রেখো
মনিরুজ্জামান শাওন
তবুও মনে রেখো
মনিরুজ্জামান শাওন
যদি আর ফিরে না আসি ,
কুয়াশাচ্ছন্ন ভোরের শিশির মেখে- নবান্নের ক্ষেতে।
যদি শরতের সাদা মেঘ, ভেসে বেড়ায় একা একা
গভীর বিষাদে।
যদি আমাদের দেখা না হয় , শানাল ফকিরের মেলায় ,
গরম জিলেপি আর চুড়ি কেনার ফাঁকে!
তবুও কি থাকবে প্রতিক্ষায় প্রিয়?
ইছামতি নদীর বাকে, ডুবে থাকা নৌকার গুলয়ের ওপর,
যেমন মাছরাঙা বসে থাকে সন্ধ্যার বাতাসে।
যদি হঠাৎ কোনদিন, মধ্য নিশিতে- হুতুমপেচা
কেদে কেদে ডানা ঝাপটায় বাঁশঝাড়ের ভেতর,
তখন যদি না জাগে আমার কথা, প্রিয়!
তোমার শঙ্কিত মনে ।
তবুও মনে রেখো!
যদি চৈত্রের কোনো এক উদাস দুপুরে, দুরন্ত কিশোর-কিশোরী
মৃত্তিকা মেখে সারা গায় ,
ডুবসাঁতার দেয়, ইছামতি নদীর শান্ত -শীতল জলে,
গভীরভাবে খোঁজে দেখে প্রিয়!
আমারে না পাও যদি তাহাদের ভিড়ে।
তবুও মনে রেখো !
যদি নির্ঘুম কোন এক নিশিতে,
প্রাচীন কোন গীত তোমার কণ্ঠে ভাসে,
সনাতন বেদনা জাগায়ে।
জ্যোৎস্নার জল মেখে, শিমুল- পারুলের বেশে ,
অতৃপ্ত চোখ তোমার, আমারে নাহি খোজে।
তবুও মনে রেখো।