ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে গাঙচিলের অনুষ্ঠান:
গত ০৫/০৮/২২ ইং শুক্রবার ঢাকার মিরপুরে গাঙচিল সাহিত্য ভবনের মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুকে নিবেদিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন —
কবি মোজাইক জহির।
আজীবন সদস্য, গাঙচিল।
প্রধান অতিথি —- গ্রপ ক্যাপটেন ( অব.) ড. ইদ্রিস আলী।
মহাসচিব , গাঙচিল কেন্দ্রীয় কমিটি।
প্রধান বক্তা — কবি এ টি এম ফারুক আহমেদ,
সাবেক পুলিশ সুপার।
বিশেষ অতিথি —-
মোহাম্মদ মশিউর রহমান,
অতিরিক্ত সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আওলিয়া খানম তুলতুল,
কনসালটেন্ট,
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আই এল ও)।
কবি শাহী সবুর,
সাধারণ সম্পাদক, গাঙচিল ঢাকা মহানগর।
কবি হারুনুর রশীদ
গাঙচিল কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রচার সম্পাদক।
অনুষ্ঠানে ভারতীয় অতিথি ছিলেন গাঙচিল কুচবিহার শাখার সভাপতি ও কথাসাহিত্যিক, কবি শ্রী অমল দাশ
এবং কুচবিহার শাখার সাধারণ সম্পাদক সাজিনুর রহমান।
অনুষ্ঠানে আরও কবিতাপাঠ, সঙ্গীতে অংশ নেন কবি সুজিত কুমার মণ্ডল, নূরুল হক, জেসমিন নুর প্রিয়াংকা, কবীর হুমায়ুন, মল্লিকা রহমান, অমৃত মলঙ্গী, মৌসুমি সুলতানা মৌ , রাজু আহমেদ ,
হান্নান জুলহাস, নাহিদ শিকদার, মুহাম্মদ মনিরুজ্জামান, লিখন দাস পলি, আফরোজা নীলা, জাহের আলী জাহিদ, আলমগীর জুয়েল, সাংবাদিক অরূন, সীমা সরকার, রাকিব হাসান, শাহাদাত সেখ, আল আহাদ, ফরিদ হাসান, কাজী হেমায়েত হোসেন, টিভি শিল্পী শাহ্ নেওয়াজ সজীবসহ শতাধিক কবি-সাহিত্যিক।
অনুষ্ঠানে ভারতীয় কথাসাহিত্যিক অমল দাশকে ঢাকা গাঙচিল সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন গাঙচিল মিরপুর শাখা কমিটির সাধারণ সম্পাদক নাঈমা আক্তার ও সার্বিক পরিচালনা করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।
১ Comment
good job.