নিজস্ব প্রতিনিধি:
আজ ৮/৯/২৩ শুক্রবার রাতে ঢাকায় ম্যাজিক লণ্ঠনের সাপ্তাহিক কবিতার আড্ডায় যশোরের কবি শাহনাজ পারভীন ছিলেন আড্ডার কবি।
কবি ইউসুফ রেজার সভাপতিত্বে অতিথি ছিলেন নর্দার্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করিম। শুরুতেই কবি শাহনাজ পারভীন বক্তব্য রাখেন এবং তাঁর লেখা চারটি কবিতা পাঠ করেন। শাহনাজ পারভীনের কবিতা নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান ও সাহিত্য পাঠের আসর।
অনুষ্ঠানে আলোচনা ও পাঠে অংশগ্রহণ করেন লেখক শেখ ফিরোজ আহমেদ, কবি সরকার হুমায়ুন, কবি আনোয়ার হোসেন, কবি মিজানুর রহমান, লেখক বিলু কবীর, কবি লিয়াকত হোসেন, কবি সুকুমার চন্দ্র বর্মন, কবি সৈয়দ মারুফ আহমদ, কবি মুস্তফা ইসলামী, কবি আতিকুল ইসলাম, কবি দিপাশ আনোয়ার ও গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।