বিশেষ প্রতিনিধিঃ আজ সন্ধ্যায় ঢাকার পল্টনে দারুসসালাম আর্কিড ছয়তলা মিলনায়তনে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা বিভাগের আয়োজনে বর্ষার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তন্ময় হারিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহুগ্রন্থ প্রণেতা দৈনিক দেশ জগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী ও প্রধান বক্তা ছিলেন দৈনিক আলোকিত প্রতিদিন সম্পাদক ড. সৈয়দ রনো। অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বিশিষ্ট গল্পকার ঔপন্যাসিক মনজু খন্দকার, গাঙচিল গাজীপুর সভাপতি কবি মীর মোঃ মনিরুজ্জামান, নারায়নগঞ্জ গাঙচিলের উপদেষ্টা বাংলা একাডেমি জীবন সদস্য মুঃ জালাল উদ্দীন নলুয়া, কবি লুৎফা জালাল, গাঙচিলের আজীবন সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাঃ রাহেলা খুরশিদ জাহান, গাঙচিল ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কবি শাহী সবুর, গাঙচিল উত্তরা শাখার সহ সভাপতি কবি মুঃ নুরুল হক, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, গাঙচিলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কবি হারুনুর রশীদ, কবি আফরোজা নীলা, অনুপ্রাস সভাপতি কবির হুমায়ুন, গাঙচিলের আজীবন সদস্য শাহনাজ খান, পরশ পাথর সাহিত্য পরিষদের প্রতিষৃঠাতা অসীম ভট্টাচার্য, প্রগতিশীল সাহিত্য সংঘের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, সোনারবাংলা কবিতা ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এস এম আকাশ, গাঙচিলের ঢাকা দক্ষিণ সাধারণ সম্পাদক মাহফুজা বীনা, গাঙচিলের আজীবন সদস্য আবুল কাশেম পাটোয়ারী, এ্যডভোকেট রবিউল ইসলাম, গণসংগঠক মঞ্জুর হোসেন ঈশা, গাঙচিলের আজীবন সদস্য মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে পাঠপর্বে অংশ নেন সোনার বাংলা কবিতা ও সাহিত্য পরিষদের মডারেটর লাভনী আক্তার সুখী, সাংবাদিক সানাউল্লাহ্, সাহিত্য সংগঠক মোঃ ইদ্রিস আলী, কবি মোঃ নূরুল ইসলাম, কবি শরীফ হোসেন ফুয়াদ, কবি বিমল সাহা, দৈনিক বাংলার জাগরণের সাংবাদিক সামসুল আলম, কবি হারিস হাসান সাগর, সাংবাদিক মোঃ শাহিদুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, বিশ্বজিৎ ঘোষ, আমির হামজা প্রমুখ।
অনুষ্ঠানে ভারতীয় অতিথি ছিলেন গাঙচিলের পশ্চিম বঙ্গের শিলিগুড়ি শাখার সভাপতি কবি পারুল কর্মকার।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন গাঙচিলের সাংস্কৃতিক সম্পাদক কবি দিপাশ আনোয়ার পরিচালনা করেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।
বক্তারা সাহিত্য মন্ত্রণালয় বাস্তবায়নের দাবিতে সোচ্চার হন।