|| খান আখতার হোসেন ||
আজ ৯/৯/২৩ শনিবার বাংলাদেশ শিশুকল্যান পরিষদ মিলনায়তনে কাব্যকথা সাহিত্য পরিষদ আয়োজিত দুই বাংলার লেখক মেলা ২০২৩ উদযাপন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ পরিচালক এস এম শামীম আখতার, অধ্যাপক মিলি বসাক, কবি শাহী সবুর। উদ্বোধন করেন ভারতীয় কবি দীলিপ রায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাল খান ইউসুফি।
অনুষ্ঠানে দুই বাংলার শতাধিক কবি লেখক অংশগ্রহণ করেন। আলোচনা ও কবিতা পাঠ করেন সুফিয়া বেগম, বীরমুক্তিযোদ্ধা কবি জামান আকতার, সরদার আব্বাস উদ্দিন, ইলোরা সোমা, আব্দুল গনি ভূঁইয়া, সাইফ সাদী, প্রবীর মিত্র, তহিদুল ইসলাম কনক, রোকসানা শীউলী, আর মজিবর, অসীম ভট্টাচার্য, বিদিশা, বাদশা গাজী, মনিরুল ইসলাম, ডাক্তার আতিয়ার রহমান, জিহাদ চৌধুরী, শাহজাদা সেলিম, মোস্তফা ইসলাহী, সুমন ভৌমিক, ভারতীয় কবি দিলীপ রায়, শিরিন প্রমুখ।
অনুষ্ঠানে কাব্যকথা সাহিত্য পুরস্কার’২৩ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত গুণীজন জামান আখতার, কাব্য সাহিত্যে সুবল বিশ্বাস, লোকসংস্কৃতি গবেষক এস এম শামীম আক্তার, গীতিকাব্যে ডঃ আফরোজা পারভীন, কাব্য সাহিত্যে মোহাম্মদ মেহেবুব হক, প্রবন্ধ সাহিত্যে ডঃ আজিজুল আম্বিয়া, ছড়া সাহিত্যে মোহাম্মদ মতিয়ার রহমান, একাত্তরের সুখ দুঃখ উপন্যাসে এস এম জুলফিকার আলী, রিদিমা উপন্যাসে জেবুন নেসা। ক্রেষ্ট দিয়ে গুণীজনকে সংবর্ধনা জানানো হয়।