ঢাকায় ঐক্যতানের বর্ষার আড্ডার আড্ডা অনুষ্ঠিত:
বিশেষ প্রতিবেদক ঢাকা:
বিগত ২২/৭/২৩ সন্ধ্যায় ঢাকার বারিধারার ডিওএইচএস নিজস্ব কার্যালয়ে ঐক্যতান বর্ষার আড্ডার আড্ডা সন্ধ্যার আয়োজন করে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও বাংলাদেশ টেলিভিশন শিল্পী গাঙচিলের কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পলক রহমানের সভাপতিত্বে এ আড্ডায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জুডিশিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের মহা পরিচালক নাজমুন আরা সুলতানা ও প্রধান বক্তা ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কবি ড. ইদ্রিস আলী।
অনুষ্ঠানে আলোচনা, পাঠপর্বে ও বর্ষার গানে গানে অংশ নেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এডিশনাল পুলিশ কমিশনার ও গাঙচিলের উত্তরা শাখার সভাপতি কবি এটিএম ফারুক আহমেদ, গ্লোবাল ইন্সুইরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম, ভারতীয় এম্বেসীর ইফফাত রূপা জামান, কানাডা প্রবাসী শিল্পী লিজি আহমেদ, শিল্পী সৈয়দ আলম, শিল্পী সোহেল, শিল্পী সূচিতা রাণী কুণ্ডু, শিল্পী সীমা শাহীনা সুলতানা, শিল্পী ইমরুল বাবু, বাচিক শিল্পী আদিবা, শিল্পী হেলাল, শিল্পী হাবিবুর রহমান, শিল্পী ইমাম হাসান প্রমুখ।
বর্ষার মধুর গানের মুর্চ্ছনায় পরিবেশ আনন্দময় হয়ে ওঠে। হারমোনিয়াম ও গীটারের সুরে সুরে উজ্জীবিত হয়ে ওঠে সন্ধ্যার আবেগময়তা। অনুষ্ঠানে গাঙচিল টিভির প্রতিষ্ঠাতা মুক্তি যুদ্ধের চলচ্চিত্র পরিচালক অধ্যক্ষ খান আখতার হোসেনে ভরাট কন্ঠের কবিতা ও দরাজ গলার গান সকলকে আনন্দ দেয়। সবার পরিবেশনায় জীবন্ত হয়ে ওঠে রাতের আঁধার।