১২৫ বার পড়া হয়েছে
শীল নোড়ার জীবন
ড.শাহ সুলতান তালুকদার।
চেতন হারা গভীর ঘুৃম
দিনভর গতর খাটা শ্রম
রাতের সুড়সুড়িতেও নড়ে না।
স্বপ্নে ফুল পাখি আসে না
কাশবনে অলস আড্ডা মনে ধরে না।
রৌদ্রস্নাত ধূলিকণায় পাথরের মসৃণতা
আলতো স্পর্শ জনন সুখ দেয় না।
বাঁচার যুদ্ধে শক্ত হাতে কাস্তে
ভোরের আলো ফুটলেই মাঠে।
কার জন্য আকুতি কিসের জন্য পুষ্প
পাথরের ঘষাতেই শীল নোড়ার জীবন।
ভালোবাসা অঙ্গসজ্জা নয় জননাঙ্গের কসরত।
বর্ষার জলে এক বান্ডিল টিনেই
দুইপাটি দাঁত হয় সাদা কমল।
আলো আঁধারের খেলা খেলা নয়
কেরোসিনের মূল্য শোধিতে হবে বলেই
সান্ধ্য প্রদীপে শাকের সালুনে ভাত
সাহিত্য আসর কবিতা চর্চায় হয় না যারা চর্যাপদ।
১ Comment
very good response. Congratulations.