আধুনিক মহাকালে
মাহফুজুর রহমান আখন্দ
হাটে মাঠে ঘাটে মুনাফেকি চলে দিবারাত্রির ভাঁজে
চলনে বলনে কথায় পোশাকে সাচ্চা মুমিন সাজে
ঈমানের বাতি মুখে ধরে রাখে হৃদয়ে গহীন কালো
মাকাল ফলের মাতামাতি চলে গাছ-গাছালির ডালে
লালসার তাপে পুড়ছে হৃদয় সুরেলা গানের তালে
মন পুড়ে ছাই দেহ পোড়ে তবু বন্দী মায়াবী জালে
আলো-আঁধারীতে শয়তানি খেল মরীচিকা মাখা পথে
ভেদাভেদ কভু জানা হলোনাকো সাদা কালো আর লালে
দমকল দিয়ে দাবানলে জ্বলা আগুন নেভানো যায়
ঈমানের মাঠে যে আগুন জ্বলে সেটাকে নেভানো দায়
বুকে বুকে আজ জাগাও ঈমান সাহসের করো চাষ
আনবো ধরাতে মানবিক চোখ সত্যের বসবাস
লাল সবুজের সোনার স্বদেশে জেগে ওঠো তিতুমীর
শান্তির ধারা বয়ে দাও ফের আধুনিক মহাকালে।
ইউনিক প্যালেস, রাজশাহী।