১৩৭ বার পড়া হয়েছে
বিষাদের সুর
ড. এস, এ, তালুকদার
আকাশের মন খারাপ অবিরাম বৃষ্টি
অশান্তির কালো মেঘে আকাশ ভর্তি।
কষ্টগুলো দিনের আলো নিভিয়ে দিয়েছে
থৈ থৈ পানিতে আপনজনের চোখের জল ভাসছে।
শ্বাসকষ্টে মরছে করোনার রুগী
হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ঘাটতি।
কালো মেঘের ইলশেগুঁড়ি বৃষ্টি
কবির মনে তৈরী করছে না কবিতার সৃষ্টি।
আয় হীন মানুষ ঘরে ঘরে বন্দী
ডাল কিনে খিচুড়ি খাওয়ার নাই সংগতি।
নতুন পানিতে খলসে পুটির লাফালাফি
লকডাউনে কমেছে মানুষের ঝাঁপাঝাপি।
সর্বোচ্চ মৃত্যুতে আষাঢ়ের আকাশ ভার
বিষাদের সুরে ছিড়ে গেছে হৃদয়ের তার।