ডিমের তেভাগা।
। শিরীন আকতার বানী ।
একদিন দেখো ঠিকই আমি আস্ত ডিমের ভাজা,
খাবোই খাবো তারিয়ে তারিয়ে
করে সেইরকম মজা।
ভায়ের সাথে ভাগ হবে না কোনো
সেদিন ডিমের পেটে চলবে না আর মায়ের হাতের খুন্তি ছুরি।
আমি খাবো মন ভরে, পুরোই একটা ভাজা ডিম।
ভাবছো তুমি কি আর এমন
ডিম খাওয়া কি আছে বারণ?
নয়কো বারণ কোনো।
শুধু ভাগে ভাগে তেভাগাতে
ছোটো থেকে ছোট্ট যে হয় হিসাব,
আমিই দেখো বড় হয়ে
খাবোই খাবো একটা ডিমের পুরো,
মা তো আর আসবে না
আবার করতে ভাগ,
কেন যে মা একটা ডিমের করতো তেভাগা!
বড় হয়ে বুঝলাম শেষে
আসল হিসাব মায়ের মনে
ডিমের হোক তেভাগ
তবু তিনবেলাতে ভাতের থালায়
টান না যেন পড়ে।
সেই হিসাব গুনে চলার দিন
মায়ের হিসাব মায়ের যুদ্ধ
এখন আমার সব মুখস্থ।
সময় গেছে বয়ে
মায়ের জায়গায় হিসাব কষে
তারই ছেলেমেয়ে।