ডিঙি নৌকায় জীবন তুলে ভাসিয়ে দাও
শিরীনা ইয়াসমিন
আকাশ ভেঙে জোছনা ঝরে কেন মেঘের মাঝে ডুবে আছ
আঁধার জোছনায় ভাসিয়ে দিয়ে জোছনার স্রোতে আলো ছোঁও আলোয় আলোয় জীবন ভরো।
মাটিতে স্বপ্ন পোঁত খেয়ে নিবে
মৃত্যুর পর দেহ খাবে এখন না হয় স্বপ্নই খাক।
বিভ্রান্ত সিমান্তে আবেগশূন্য যে, তাকে ছাড়ো
হিজল তমাল ডালে সুখের দোলায় দোল।
বিভ্রমে অপথে হারিয়ে নিরেট জল কোথায় পাবে?
অবেলায় ঘোলা জলে মন ভেজাও!
সুধা হীন কথা ভরবে না মন।
পত্রের শব্দে শব্দে জল পাঠাও শব্দ বড় অকেজো এখন।
নীল আলোয় জীবন হাসে তোমার জীবন ধূসব বড়।
সরল দেহ ভাঁজ নেই ঢেউয়ে ঢেউয়ে ছন্দ নেই
জীবনের বাঁক ঘুরাও মাছরাঙা পানকৌড়ি ওদের জীবনই তোমার জীবন।
খাবে দাবে মন ভরবে জলে নেচে নেচে।
তবুও যদি মন ভরে না
ছোট্ট ডিঙি নৌকায় জীবন তুলে ভাসিয়ে দাও।
মতির মহল না মিললেও জীবন কেটে যাবে।
জীবন তোমার ফিঙের, বাঁশের মাথায় অপেক্ষাতেই কেটে যাবে।
মোলায়েম বাতাসে জীবন জুড়িয়ে প্রকৃতিতে ডুবে যাও।
ওদের মাঝেই জীবন পাবে অকুণ্ঠভরে জীবন সুধা পান কর।
এক জীবনে ভরবে মন স্বপ্ন ছাড় ভাসিয়ে দাও জীবন তোমার কলার ভেলায়।
এই যে স্বপ্ন এতো, ভাব স্বপ্নের তুলিতে কেউ রং মেলাবে
তোমার জীবনে রঙ মেলায় এমন শিল্পী আছে কোনো?
প্রজাপতির জীবন তোমার হাজার রঙে আঁকা
কোথায় পাবে শিল্পী এ রং রাঙাতে তোমার জীবন ।
টুনটুটি বলে হায়রে বোকা তোর জীবনে ছন্দ আনে এমন কারও পাবি দেখা?
এদের মাঝে জীবন কোথায় সকলেই তো যন্ত্র মানব।
দেখতে মানুষ হলেও ভেতর পুরো ফাঁকা তাই তো তোর বরাবরই এমন ভুল হয়।