ডিকন্টামিনেশান
মৌ মধুবন্তী
পাখিটার ডানাতে
জোর নেই ওড়াতে
কে পারে বোঝাতে
উড়তে হয় মনের জোরে।
শুন্যতার ঘরেতে
শূন্যশূন্য খেলাতে
দুই শূন্য পালাতে
-পারেনি শূন্যতার ঘোরে।
জোয়ারের জলেতে
ক্ষুব্ধ দু-পা ডোবাতে
ময়ুর ভরে আলোতে
জল ও শিস দেয় স্রোতে।
মানুষকে ভোলাতে
ক্ষমতার ঝোলাতে
লাটিমটা ঘোরাতে
ভুল ঢুকে যায় হেরা পর্বতে।
চন্দ্রিমার আঘাতে
মিরাকেল সে রাতে
দুপুরের কান্নাতে
কারো মন ভেজেনি আদরে।
কবিতার মঞ্চেতে
জুয়াচুরী গলাতে
শুধু কথা বলাতে
শব্দের সানকি ভাঙ্গে আসরে।
বানে ভাসা পাড়াতে
ত্রাণে সাড়া জাগাতে
পোষ মানা সাজাতে
মানুষের স্বভাব কি বদলে?
ভালোবাসা জোয়ারে
সীমারের ছোরা রে
ছুড়ে ফেলে ওপারে
নিজ ঘোড়া দৌড়ারে
ভিড়াসনে নৌকা কারোই দলে।
টরন্টো/কানাডা/পৃথিবী
১ Comment
অসাধারণ বহিঃপ্রকাশ