২০২ বার পড়া হয়েছে
টিকবে তো কপালে
তৃণা করালি
বহু বছর ধরে জমে থাকা পাহাড়ের চূড়ার বরফ সঠিক উত্তাপে গলে।
একাগ্র চিত্তে চাইলে অবাস্তব মনোকামনাও কখনও কখনও বাস্তবে ফলে।
বেশ কিছু চোখ আবার বিনিদ্র রজনীর গল্প বলে।
মাঝে মাঝে নিভতে বসা প্রদীপও ইন্ধন পেলে আবার জ্বলে।
কে জানে প্রেমিক মন চুরি করে কোন কৌশলে?
আজকাল নাকি প্রেমের নামে সস্তা গল্প চলে?
এহেন যুগে যোগ্য প্রেমিক পেলে মন প্রমাদ গোনে,
টিকবে তো কপালে?
টিকবে তো কপালে?
১ Comment
congratulations