১৫৫ বার পড়া হয়েছে
জ্ঞানী
আলমগীর হোসেন আরিফ
সকল শিক্ষিত মানুষ জ্ঞানী নয়,
তবে জ্ঞানী হতে শিক্ষার দরকার হয়।
জ্ঞানী হতে জানতে হয়,বুঝতে হয়,শিখতে হয়
বিজ্ঞদের সাহচর্য পেতে হয়, অধ্যাবসায় করতে হয়।
অনেক কথা বলে সারমর্ম সামান্য হওয়াটা জ্ঞানী নয়,
প্রসঙ্গ ঠিক রেখে অল্প কথায় সমাধান করাটা জ্ঞানীর পরিচয়।
সকল জ্ঞানীও কিন্তু মানুষ নয়,
জন্তুর মতো আচরণে পাওয়া যায় তাদের অমানুষের পরিচয়।
সেই জ্ঞানীরুপী জন্তুগুলো তোমার আমারই আপনজন,
হয়তো বিচারক নয়তো সেবক অথবা নেতা রাজনৈতিক।
এই জন্তু হতে বাঁচতে হলে, আমাদেরও জ্ঞানী হতে হবে,
জ্ঞানী হবার আগে কিন্তু মানুষ আমাদের হতে হবে।