২৬৩ বার পড়া হয়েছে
লোভাতুর চোখ
জেসমিন সুলতানা চৌধুরী
রচনা: ২০-০৮-‘২১
সুযোগ খুঁজে লোভাতুর চোখ
রক্তচোষা যেন এক জোঁক
টাকায় পাতা সিঁড়ি,
টোপ গিলে নেয় যে বেহায়া
অনেক আবার অসহায়া
লুচ্চার জয়ে গিরি ।
সাধুর বেশে হামেশাই চুপ
নাম আর যশে সুবাসের ধূপ
আয়না ঘেরা নির্মল রূপ
খুব রসালো গলায় বলে
নষ্টা, সে তো নন্দঘোষ !
এ থেকে জেড বাঁকে বাঁকে
সমাজ তাদের সাথে থাকে
কলকাঠির ঐ নাড়াচাড়ায়
মর্জিনাদের সকল দোষ ।
নাম অসতীর জন্মদাতা
বিচার-আচার কচুপাতা
নেয় কিনে নেয় দেশের মাথা
থোড়াই কেয়ার লজ্জা শরম
বিষে ভরা ভয়াল সাপ,
হাত বাড়ালে কাছে মিলে
দরকার শেষে ঢোঁকে গিলে
ঠুকরে মজা শকুন চিলে
জন্ম যেন মহাপাপ।