২১৮ বার পড়া হয়েছে
চান্নি পসর রাইত
জেসমিন জাহান
চাঁদের দেশে কিনতে বাড়ি
সত্যি বলছি! চাই না আমি
আমার কাছে জমির চেয়ে
চাঁদনি পসর অনেক দামি।
কলঙ্ক-দাগ নিয়ে গায়ে চাঁদ
জাগে দূর আকাশের প’রে
জ্যোৎস্না ফুলে গাঁথা কাব্য সুখ
নির্ঘুম রাতে পড়ে ঝরে ঝরে।
যোজন যোজন দূরে চন্দ্রকলা
চিরটাকাল দূরেই না হয় থাকো
উথাল পাথাল জোছনা ঝরুক
রাতে! জাগিয়ে আমায় রাখো।
প্রাণের বসত যেথায় আছে
শোনো, সেথায় আমার বাস
রূপেরমোহ দিলাম জলাঞ্জলি
এ মনেতে ভালোবাসার আশ।