হংসী রোদন
জেবুন্নেছা সুইটি
কোথায় গেছিস তোই তোই?
খুঁজি তোরে পই পই!
মনের কথা কেমনে কই,
তোরে মনেতে একাই লই।
তুই ছাড়া মুই যামু কই?
তুই যে আমার দৃষ্টি সই।
ঝিলের ধারে, শালুক তলে,
ঝিনুক সেথায় আছে পড়ে,
মাছের পোনা লাফায় ওরে
মনটা আজও গুমরে কাঁদে,
তোরে ছাড়া খাই কেমন
তুই যে আমার হংসী রাজ,
আকাশ ভেঙ্গে পড়ছে বাজ।
গাঙ্গের ধারে ডাকছে বক!
কাশফুলের ঝরছে পালক,
সাদা তুলোর মেঘের ভেলা
একেঁ যাচ্ছে নীলের আভা।
আবোলতাবোল ভাবছি এ কী!
কষ্টের কথা বলবো কী।
চোখের জলে বর্ষা নামে,
শরৎ এলো ওরে, যাচ্ছেও চলে!
হংসী রোদন পাড়ে উজা-ভাটি!
আছরে পড়ছে মাটির ডেলা।
এই পাড়েতে না পাই তোকে,
ঐ পাড়েতে ঠিকই পাবো।
আয় ফিরে আয় তোই তোই,
তোরে খুৃজি পই পই!
আকাশে আছে যত তারা,
চাঁদ সুরুজ সাক্ষী তারা-ও
মেঘের বুরুজ চিরে ঝর্ণা নামে,
কানন-ভাগে উঠবে জেগে।
কোথায় গেছিস তোই তোই?
খুঁজি তোরে পই পই!।
১ Comment
অপূর্ব অনুভবের ছোঁয়ায় সুন্দর সৃষ্টি। মুগ্ধতা অশেষ ধন্যবাদ প্রিয় কবি আপুনি।