সম্পর্ক
সম্পর্ক পুরনো করতে চাও কেনো
চায়ে চিনি কম বেশি
তরকারিতে নুনের সীমায়,
চলো প্রথমে ফিরে যাই
তেল মরিচ মসল্লা হলুদের
হিসেবে পেতে চেওনা
অহেতুক বেরসিক একঘেঁষে জীবন,
আশার বাসায় হয় না পূরন
কালের কালে অতৃপ্ত যৌবন।
অতপরঃ ফিরার তীব্র ইচ্ছা
মাঝে মাঝে ঘুরাফেরা
স্বপ্ন আঁকা বাক্যলাপে হাসা
আহা! কি চায় অন্তর?
মনের মাঝে মন আছে
তাই কবিতায় আকাআঁকি।
জানি ভালোবাসার অভাবে
করে লোকে খুনখারাবী।
কবিরা স্বপ্ন বিলাসী
করে না ওরা মন্দ কাজ
বাকীরা সব মায়াহীন ছায়ার কায়া
যেমন এভারেস্ট এর ধারে নেই
সবুজ কোন ছায়া।
ওই যে বনলতা দেখো
কতো আদরে রাখে জড়ায়ে
সবুজের মাঝে প্রকৃতি,
অথচ মানুষ ইটের খাচাঁয়
হতে চায় কেনো বন্দী?
কেউ পাশে মরে গেলে ও
খোজঁ নেয় না,
কিন্তু কবিদের দেখো মায়ার মন
ভাবে সবার জন্যে আজীবন,
লিখে গান কবিতা
কলমে পাতে সম্প্রীতির কথা।।
হাসি
তোমারে আর খুঁজি না
সবুজে কিংবা লালে…
নির্মম যন্ত্রনায় গুমরে মরে
তোমার স্বপ্নেরা যখন ঝরে পড়ে
তোমার ভাষা তখন
অপ্রত্যাশিত বাঁচার আশা করে।
তুমি আমায় কিছুই দিতে পারোনি
দিয়েছো কস্ট দারিদ্রতা বঞ্চনা
বলো কবে ছিলে তুমি আমার?
তোমাকে পাবার আশায়
দিলাম কতো রক্ত সময় বিশ্বাস
তবুও আসোনি আমার উঠুন জুড়ে,
সূর্য আলো কিংবা বৃষ্টির আমেজে
কতো যুগ পার করেছি আশার বিলাসে
কতো সংগ্রাম কতো জন হারিয়েছি
তবুও তোমার আসা হয়নি স্বাধীনতা
তোমাকে পেতে কতো কি ত্যাগ
এরপর ও আসোনি
বিজয় দিবসের অপেক্ষায়
আজো হাসি বিজয়ের হাসি।।
ভাবনা
ক্ষুদ্র বালিকনা যখন তোমার বিশালত্বকে
নস্ট করার জন্য
পতিত হয় নয়নে….
জলে ধুয়েই তা প্রতিহত করতে হয়।
মানুষকে বেশী মূল্যায়নে
ভুলে যায় তার সকল অবস্থান সীমা…..
প্রকাশ করে তার মূল স্বভাব।
এই যে আজ আয়াত হত্যা!
লাভটা কি হলো?
এতো এতো অন্যায় অনাচার
লোকের প্রাপ্যতা কি?
কেনো ওরা বুঝে না?
শূন্যতায় মিলে পূর্ণতা,
জীবনের শুদ্ধতা তো শূন্যতায়
যখন দেখে ভালোবাসা ছাড়া
সব টাই নস্ট ভ্রস্ট
তখন ভাবুন অর্থ কি অনর্থ নয় ?
১ Comment
Nice