সন্ধানী বীণ
জলখাবারে জল থাকলে
পিঁপড়ে তাড়াতে জলঢাকা
লাগে।
এ যে নয় সেই জলঢাকা নদী!
প্রজাপতি পাখনা মেললে,
পাখায় রঙ থাকে যদি!
শুঙ্গ ভুলে চোখ খুলে কারো চোখ
দেখে প্রজাপতি ফুলের মতি গতি!
জলের পরিধিতে প্রজাপতি ওড়া,
সেসবও পরাগরেণুর মাখামাখি
আর মধু গ্রন্থির মধুজল ছিটাছিটির
অনুরাগ অনুভূতি পরিধিহীন দিগন্ত
চৌহদ্দি।
জল+ পরাগ+ মধুগ্রন্থি=প্রজাপতি
মধুপরাগী।
মাঝে মাঝেই প্রজাপতি হয়ে যাই…
অদ্ভুত অনুভূতি
আতপ চাল সেদ্ধ হচ্ছে,
দিয়েছি নুন তেল সামান্য পেঁয়াজ,
এক আধটু আদার কুঁচি রসুন কুঁচি।
ঘ্রাণেই তোমার গাল থেকে
ঠোঁটে খসে পড়লো
প্রশংসার উচ্ছ্বাসনীতি।
আমি পলান্ন রেখে
শাড়ির কুঁচি গোছাতে ব্যস্ত,
চোখে ভ্রুকুটি।
হায়! হায়! শব্দ
পেছন থেকে ঝাপটে ধরলো টুঁটি।
বৃত্তের বাইরে
অহংকারের পরিধি
পিন ফুটো করে
কেন্দ্রপ্রীতি সঙ্গে করে
আমি হতে চাই
ব্যাসবাক্য ব্যাসার্ধ।
ষাট উর্ধ্ব প্রেম নাকি
চাহিদামাফিক নয়!
আমি ষাট উর্ধ্বেও হতে চাই
মৃন্ময়ী গোলাপ।
সংলাপ শুনে হাসো বা
হার্ট এটাক করো!
আমি তোমাতে সয়লাব।
এ কবিতাও তোমাকে
স্মরণ করে আত্মবিলাপ…
শুদ্ধ চুলকানি
কেমন করে বসলে ভদ্রাসন হয়!
মনে নেই।
তবে ভদ্র হতে একটা মুখোশ
নাড়িচাড়ি মুখের আদলে।
স্নায়ুকোষ অন্য খেলায় মত্ত,
বিমূর্ত হলেও
স্বপ্ন মানেই
আসনে আসনে
খোলা প্রান্তের হুটোপুটি
পরাগ আর প্রজাপতি।
গুটিপোকা মথ থেকে প্রজাপতি
আর পরাগ থেকে ফুলের সুবাস
— ফল।
বলো,
এসবই কি-অভদ্র
এ ধরা তলে?
সংক্ষিপ্ত কবি পরিচিতি:
নাম: জেবুননেসা হেলেন
জন্ম তারিখ: ৬/৮/১৯৬৬
দশক: ৯০
ফোনঃ০১৬৭০০৯১৪৯১
বই সংখ্যা: ১১
৭ টি কবিতা, ২টি ভ্রমণ, ১টি গল্প, ১টি উপন্যাস
পেশাঃ শিক্ষকতা (জীববিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা: এম এস সি, এম এড।
নাখালপাড়া হোসেন আলী উচ্চবিদ্যালয়, তেজগাঁ,ঢাকা -১২১৫
১ Comment
একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানাই কবি কে।
এতগুলো সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।