১৫৬ বার পড়া হয়েছে
জীবন রাখার অধিকার
কোহিনূর আক্তার
কিছু মানুষের সাথে অনেকটা বছর পাশাপাশি
থাকলেও অধিকারটা বড্ড অপরিচিত মনে হয়,
আর এমন কিছু মানুষ আছে
যার কাছে অধিকারটা একদিনে এসে যায়।
খুব আন্তরিক মনে হয়।
যখন সমস্ত কষ্টগুলো চিতার অনল সেজে
বশীভূত করতে আসে তখন সারা পৃথিবীর
মাঝে ঐ অধিকার, বিশ্বাস, আর নির্মল ঘাস
ফুলের ভালোবাসার বুকে লুকাতে ইচ্ছে করে।
মনের কোণায় আশ্রয় স্থান ভরসার পাহাড় মনে হয়।
প্রতিটা জীবনের জন্য একটি অধিকারের জায়গা
খুব বেশি প্রয়োজন।
২৭/১১/২২