জীবন বড়ো বেশি ছোট
সুরমা খন্দকার।
বেশ কটা দিন গেছে আলগোছে
তুমি চাঁদ ও দেখতে না
বৃষ্টির ঝুম ঝুম শব্দে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির অনুরাগও বুঝতে না।
অমানিশা ঘোর রাত বেড়ে যায় চুপিসারে।
আমার তোমাকে মনে পড়ে বারে বারে।
শেকলের বেলাজালে তোমার সংকুচিত হাত।
ধরা ছোয়ার বাইরে তোমার ভিতর জুড়ে অদ্ভুত তফাৎ!
ভীষণ অভিমান রাত জেগে নিশাচর হয়ে।
অদ্ভুতুড়ে আবছা মনে পথ গুনে রই পথ পানে।
ভুলাও আসন করে বসে সংগোপনে
সেযে অবলীলায় বেঁচে রয় নিজ গুনে।
যেন বহুদূর থেকে শোনা মিষ্টি আহবান,
যেন বইয়ের পাতার ভাজে আবছা স্মৃতি
গোলপের যেন ম্লান পাপড়ি।
তবু কিছু থেকে যায় না থাকার আধিক জুড়ে।
দূর থেকে ভেসে আসে বেসুরো সুর।
স্মৃতিগুলো ভেসে থাকে গোলাপের বিচ্ছিন্ন পাপড়ির মতন স্বচ্ছ জলে।
সংকীর্ণ মানবজীবন কে মনে হয়
সবচেয়ে বড়ো বেশি ছোট।।
১ Comment
congratulations