জীবন বিধি
। যুথিকা বড়ুয়া ।
দেহের বয়স যতোই বাড়ুক
বাড়ে না মনের বয়স
থাকে সদা এভারগ্রীন
ছড়ায় স্নিগ্ধ সুবাস।
সময়টা কারো গোলাম নহে
চলে সে নিজের পথে
যতোই পাল্লায় দাও না দৌড়
পারবে না কো তার সাথে।
আলো আঁধারে জীবন ঘেরা
আছে হাজারটা প্রতিকূল
ভাগ্যের দোহাই মানে না বিধি
সবই যার যার কর্মের ফল।
মন যে চায় অনেক কিছুই
হোক তা সাধ্যের বাইরে
ভুবন ভ্রমিয়া আসি কিনারায়
বুঝি সবই তৃষা চোখের গভীরে।
হঠাৎ করে কোনো একদিন
আমিও যাবো চলে
স্মৃতিরা সব থাকবে পড়ে
সবার অন্তড়ালে।
রাখবে না কেউ মনে আমায়
করবে না কেউ মনে আমায়
থাকবে সবাই যে যার কাজে
বিভোর হয়ে আপন প্রিয়ার মাঝে।
হয়তো বা কারো পড়বে মনে
থাকবে যখন নির্জনেতে
যদি করে থাকি কারো উপকার
চাইবে সেজন আমায় ফিরে পেতে।
একলা আসা একলা যাওয়া
নয় তা সত্য কথা
আসতে যেতে লাগে ছয়জন
এটাই সামাজিক প্রথা।
সূর্য ডুবলে গোধূলি
রাত পোহালে সকাল
দম ফুরোলেই সবই শেষ
থাকবে না আর একাল।
——————–
টরোন্টো, কানাডা
২৬/০১/২০২৩