১৪৪ বার পড়া হয়েছে
জীবন খেয়া
লিজা চৌধুরী।
জীবন এখনো অশ্রুভরা চোখে প্রতীক্ষায়—
যদি গোধূলির রাঙা আভায় আবার
তোমাকে খুঁজে পায়–
আমি তখন আর কাঁদবোনা!
চেয়ে চেয়ে দেখবে তুমি
হেমন্তের হিমেল মায়ায়-
ঠোঁটে রেখে উষ্ণতার চুমুক নিভৃতে আমায় ।
সন্ধ্যার মেঘমালায় বাজবে রাগ ইয়ামনের সুর
ভ’রে উঠবে এক অভিনব বিস্ময়—
স্তব্ধ আমি আর থমকে যাওয়া সময়
বাঁধবে প্রহর বিভাবরী মনমোহন প্রণয়!
কিছুই হবে না তখন পরিকল্পিত সাজানো দৃশ্য—
ছিল সব কখনো এক অপার্থিব অঙ্গিকারে আবদ্ধ।
যে প্রনয়ের খেলায় হারোনি তুমি আর আমি,
কারণ আমরাতো ছিলাম কখনো স্বর্গের দূত নিবিষ্ট।
২ Comments
Very good job; Congratulations.
Congratulations