১৭৬ বার পড়া হয়েছে
জীবনের ইচ্ছেগুলো
সেতু নাঈম
আমার ইচ্ছে করে তোমার জন্যে
অনেক কিছুই করতে,
তোমার জন্যে রাজি আমি
জীবন বাজিও ধরতে।
হোতাম যদি তোতা পাখি
তোমায় গান শোনাতাম,
বনময়ূররী হোতাম যদি
নাচ তোমায় দেখাতাম।
তোমার ঘুম ভাঙাবার তরে
ভোরের আকাশ হতে রাজি,
তোমায় ঘুম পাড়াবার তরে
রাতের তারার রূপে সাজি।
নদীর ঢেউ যেমন ফেরে
কূলের তীরে তীরে,
স্বপ্ন আমার সব কিছুই তাই
তোমায় ঘিরে ঘিরে।
হাত জোড় করে প্রভূর কাছে
এই প্রার্থনা করি,
তোমার তরে জীবনের ইচ্ছেগুলো
যেন পূরণ করতে পারি!