১৩৯ বার পড়া হয়েছে
জিজ্ঞাসা
আফরোজা জেসমিন।
বলো বর্ষ !
এইবারও কি শুনতে হবে ,
তীব্র আর্তনাদ।
এইবারও কি রাখবে পেতে
মানুষ মারার ফাঁদ।
এইবারও কি কৃষক ভাইয়েরা
খাজনা দেবার তরে,
শাসক গোষ্ঠীর চোখ ইশারায়,
ঢুকবে কয়েদ ঘরে।
এইবারও কি গরিব ঘরের,
সুন্দরী সেই নারী,
যৌতুকের-ই জন্য আবার,
ফিরবে বাপের বাড়ি।
এইবারও কি থাকবে দেশে,
আকাল হাহাকার,
পাশ করা সব সোনার ছেলে,
রইবে ঘরে বেকার!
এইবারও কি মার্কেটে লাগবে
অনাকাঙ্ক্ষিত আগুন,
জ্বলে পুরে সব ছাই হবে
ক্ষতি কোটি কোটি গুন।
হায়রে দেশ প্রতি বছর,
একই পথ ধরে,
বুড়ো হয়েই আছো নবীন !
কর্তব্যের ভারে ।