জাতীয় শোক দিবস উপলক্ষে গাঙচিলের পুষ্পাঞ্জলি শ্রদ্ধা অর্পণ:
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫/৮/২৩ ভোরে বাংলাদেশ বেতার খুলনা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
শ্রদ্ধাঞ্জলী অর্পনের সময় উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগের নির্বাহী সভাপতি কবি শেখ ইকবাল হোসেন, সহ সভাপতি ইব্রাহিম মনির, গাঙচিল খানজাহান আলী শাখার সভাপতি এস এম আবদুর রহমান, গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, নতুন তারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর মীনা, খুসাস সভাপতি মিথুন, দক্ষিণ বাংলা লেখক ফোরাম খুলনা বিভাগের সভাপতি শেখ আবু আসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দীন আহমেদ, নাট্যকার ইলিয়াস আলী, নাট্য পরিচালক বাবলু, বেতারের সবিতা মন্ডল প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের শান্তি কামনা করে দোয়া করা হয়।