জাগো তরুণ
আরমান দেওয়ানজী
তরুণ তুমি জেগে ওঠো
নতুন গোলাপ ফুটেছে!
এই গোলাপের গন্ধ নিয়ে
নতুন সূর্য জেগেছে!
তরুণ তুমি অগ্রগামী
উন্নত হল তোমার শির!
তুমিও ওমরের সম্মুখ সৈনিক
তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ বীর!
তরুণ তোমার আত্মা হলো
সজীবতার শুভ্র প্রাণ!
তোমার হৃদয়ে মানবতা
তোমার কন্ঠে সাম্যের গান!
তরুণ তুমি গড়বে এখন
ভিন্ন নতুন বাংলাদেশ!
তোমাদের হাতে সাজাবে সমাজ
বিভেদ বিহীন সোনার দেশ!
তরুণ তুমি সামনে এলে
অপরাধির বুকে জাগবে ভয়,
তোমার দ্বারা পূর্ণ হবে
মানবতা আর সাম্যের জয়!
তরুণ তুমি এগিয়ে এসো
লক্ষ কোটি প্রতিধ্বনি!
মানবতা মানবতা স্বাধীনতা স্বাধীনতা
লক্ষ কোটি জয়ের ধ্বনি!
তরুণ তুমি না জাগিলে
আগামী তোমার অন্ধকার,
সুন্দর আগামী গড়তে হবে
এটা তোমার অধিকার!
যাদের তোমরা গুরু মানো
ওদের বিবেক সঠিক নয়!
ওরা হলো দুষ্ট প্রাণী
ওদের শুধু স্বার্থ রয়!
বিশ্ব দরবারে চাও যদি
তুমি তোমাকে উঁচুতে!
এখন যাদের গুরু মানো
ছুঁড়ে ফেল এদের নীচুতে!
স্বাধীনতার পরের সমাজ
ভালো কিছু দিল না!
ওদের মুখের মিথ্যে বলি
প্রতারণা আর ছলনা!
ওদের বিধান ওদের সমাজ
নতুন করে আর মেনো না!
আমরা গড়ব নতুন সমাজ
আমরা সমাজের আয়না!
তরুণ আমরা এক হবো
এক বৃক্ষের কোটি কোটি পাতা,
আমরা হব সব মানুষের চোখের মনি,
আমরা হবো মানবতা।