চোরাবালির গ্রাসে
জাকিয়া আক্তার
ভালোবাসার কুঠরি ছিল নড়বড়ে,
শক্তিধর করতে মূলসূত্র স্থাপনে গেলাম চোরা বালু চরে!
ভেবেছিলাম সমুদ্রের সীমানা পাব খুঁজে
চোরাবালিতে তাকে করল গ্রাস ,
স্বভাব কারণে নিজেই কখন যেন হল বিনাশ!
নিভে গেল সারা জীবনের জ্বলন্ত উচ্ছ্বাস,
বুকের ভিতর শুধু দীর্ঘনিঃশ্বাস!
পবিত্র তুমি, নির্মল তুমি, হয় কি সেই বিশ্বাস!
তুমি ছিলে আমার সর্ব শক্তি,
তিমির তলে হারিয়ে গেল ভক্তি।
মনে হতো যতই করি পাপ তোমার ভিতরে পুণ্যের সাজ,
বিশ্বের মাঝে খুজেনি কোন কিছু একই নামে জপা ছিল কাজ,
আমায় ফেলে চলে গেলে জীর্ণ তরীতে
দগ্ধ হৃদয় নিয়ে ছিলাম যে আশে
ছায়া হয়ে থাকবে পাশে।
তিমিররজনীতে স্বপ্নের দুয়ারে আসতে ধ্রুবতারার বেশে,
ধ্রুবতারাটি গেল একখণ্ড মেঘের আড়ালে ঢেকে অবশেষে!
অনাদিকালের চাওয়া-পাওয়া হারিয়ে গেল চোরাবালির গ্রাসে।