জল তরঙ্গ
অনিতা দাস
জীবন যেন জল তরঙ্গের খেলা
হাসি কান্নায় ভরা রুপোর থালা,
বুকের কাছে এলে, যত্নে করি কান্না
গুটিয়ে গিয়ে পদ্মের মত মেলি পাখনা।
উড়তে উড়তে প্রেমিকের হাত ধরে
চোখে চোখে চখা চখি,
প্রনয়ের খেলায় ভাসি আর ভাসি।
নীল বারান্দায় বসে থেকে
চায়ের চুমুকে চশমায় আটা এক জোড়া
চোখ, হৃদয়ের ক্যানভাসে ভাসে
কামনা নিয়ে বুকে, ঘুমাই
পূর্বপুরুষের অস্তিত্ব মর্মে মর্মে টের পায়,
ঠোঁট থেকে ঠোঁটে উষ্ণ মধু মাখাই
গোপন ব্যথায় মন কুঁকড়ায়,
মিলনের ঝড় ও জোয়ারে ভিতর ভাসে।
ভাদ্রের প্রখর তাপে দেহ তাপাই
তুমি বিহীন রাত্রিগুলি
গোপন অশ্রু জলে শুধু ভাসাই,
জীবনের শেষ দিনগুলো শুধু যেন
তুমি আমি কাটাই,
এই বাসানা বয়ে দিবানিশি যায়।