২১২ বার পড়া হয়েছে
জলের ঢেউ
(নাসিমা খান)
তুমি কোথায় যাও?
আমিতো বলতে পারিনা যেওনা
তুমি কেন চোখের ভাষা বুঝে নিতে পারো না?
জলজ মাছের মতো কার একুরিয়ামে ভিজতে যাও?
একটু দাঁড়াও! ওটা ডাহুকী জলজ পাখি
তুমি আর ঐ জলে নেমো না!
এখানে এক বুক শুভ্র সফেদ ফেনা
এখানে জলজ নদী, উছলে পড়া ঢেউ
এই বুক শুধুই তোমার নিরবধি, আমি শুধু আর নয় কেউ
জল তোমার তৃষ্ণা জুড়ায়
জল তোমার পরিচিত কেউ
তাই এখানে রেখেছি আমি এক বুক জলের ঢেউ
১ Comment
congratulations