জলের অর্কেস্ট্রা
সৈয়দ কামরুল
[ অভিবাদন প্রথমা ]
ঘাসরং রূপসার মতো ডাঙর তোমার জলে
ডুবেছি অতলব্রত
না শিখে জলতান বেজেছি নিতলে
বেসুরো জলের অর্কেস্ট্রা খরস্রোত।
লিখেছি কবিতা অজন্তাক্ষর — স্রোতপাথর
লিখেছি লিরিক — অভিবাদন প্রথমা—
ঝর্ণা কলমে সবুজ ইটের দেয়ালে।
নন্দনে কষিনি প্রেম ছন্দগনিত কস্মিনকালে।
রবীন্দ্রনাথের ছিল মাত্রাবৃত্তে বেহাল বিদিশা!
দক্ষ দর্জির মতো ছিল তার যাদুগজফিতা
বেজোড় মাত্রার পাথরে উপলে পড়েনি ছেদ —
হোঁচটে হোঁচটে বলেছি তোমাকে
অভিবাদন প্রথমা!
নাদান খলিফা আমি শিখিনি সেলাই শিল্প দিশা!
ঘাসরং রূপসার মতো ডাঙর তোমার জলে
স্রোত স্বাধীনতা মেনে
পরাইনি অর্গল কূলহারা তোড়ে
সাঁতার কাটিনি হরিণশাখা নাব্যনদের চরে।