নারী শক্তি
এ জগৎ সংসারে নারীকে শক্তির আধার রূপে দেখা হয়।
এ সংসারে পুরুষ যদি নারীজাতিকে খাট করে দেখে তবে সেটা তাদের ভুল ধারণা । সৃষ্টিকর্তা তাঁর অবয়বে পুরুষকে সৃষ্টি করেছেন। সেই পুরুষের সঙ্গী হিসেবে নারীকে । কোনো কোনো ক্ষেত্রে নারীকে অসহায়, অবলা আক্ষায়িত করা হয় । আসলেই কি নারী এতোই দুর্বল?! এ সমাজ সংসারে নারীর প্রতি অত্যাচার এতোটা বেড়ে গিয়েছে যে তার প্রকাশই পায় না। নারী ক্ষমাশীল, করুণাময়ী প্রকৃতি যেন মানবের তরে নারীকে সৃষ্টি করেছেন। নারীকে সবাই দুর্বল, নির্মল মনের মনে করা হয়।
এ সৃষ্টিশীল পৃথিবীতে নারী এতোটাই শক্তিশালী যে, তিনি একজন নতুন জীবন জন্ম দিতে পারেন। তাঁর ভিতরে এতোটাই শক্তির আধার এক নব জীবন নিয়ে আসেন তাঁর মধ্য দিয়ে। এ সংসারে সুখের আশায় এক নতুন প্রাণের জন্ম দেন । সন্তান জন্ম দেয়া কেনো চাট্টি খানি কথা নয়। জীবন -মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এ নারীই এ সংসারকে এগিয়ে নিয়ে যান। তবু এ জগৎ সংসারে নারীকে অবহেলার চোখেই দেখা হয়।
এ নারীই অর্ধাঙ্গিনী হয়ে পুরুষদের শোভিত করে। অর্ধাঙ্গিনী হয়ে অর্ধেক শক্তির আধার রূপে পাশে থেকে সারাটি জীবন পার করে দেন। স্ত্রী শক্তি বড় শক্তি । স্ত্রীকে দুর্বল মনে করে মিথ্যাচার, অত্যাচার, অপব্যবহার করে মানষিক ভাবে নির্যাতিত হচ্ছে । স্ত্রীকে প্রতারণা করছে প্রতিনিয়ত । তবু নারী চুপ, তাই বলে নারী দুর্বল নয়। নারী সহনশীলতার প্রতীক । নারী মমতাময়ী মা, কখনো শান্তির রাণী মাতা মারীয়া ( মরিয়ম), কখনো বা লক্ষী, পার্বতী, স্বরসতী এ তিনের সমন্বয়ে দুর্গা নাশিনী ।
এ মহামায়া দূর্গাই কখনো কালী মা রুপে প্রকাশ হয়ে এ জগৎ সংসারের অত্যাচার হতে রক্ষা করেন। উনারা সকলেই নারীর সাদৃস্য । তাই নারীর প্রতি সন্মান রাখুন তাতে কল্যাণই বয়ে আনবে । এ পুরুষ শাসিত সমাজে নারী শক্তিই বড় শক্তি ।
~~~জলশ্রী বাণী ডিয়ায ~~
২২/৯/২০২০ ইং ২ঃ২৩ মধ্য রাত।