১৯০ বার পড়া হয়েছে
জলরঙ
সাঈদা সানজিদা
মেঘে-মেঘে চলো ঢাকি আকাশের রঙ
আঁধার গগনে বাঁধি যাপিত জীবন
খুব ভোরে ঝুপ করে নামি চলো জলে
জলরঙে রাঙা হবো কায়ার কাঁপনে
রঙে-রঙে মাখামাখি হয়ে একাকার
মায়াবী নেশার ঘোরে জাগে শীৎকার।
ঠোঁট আর ললাটের সন্ধি যখন
কপোলেও দিও এঁকে তিল চুম্বন।
মেঘ হয়ে ভেসে যাও আকাশের গায়!
বহে নদী কলকল বৃষ্টির আশায়!
নিজেরে বুঝতে তবে এতো কেন দেরি!
আকাশ সাজাতে গড়ো মেঘ মঞ্জরি
জলরঙে রাঙাও আজ মেঘেদের রঙ
রঙের ছটায় দাও তুলির আঁচড়।
৩ Comments
সুন্দর কবিতা
ভালো লাগলো
কবি! লিখুন আরও
অভিনন্দন।
অসাধারণ কবিতা??অনেক ভাল লেগেছে।
congratulations