জগৎ জীবন দর্শন
মোস্তাফিজুর রহমান চৌধুরী
মানুষের জন্যই মানুষ এসেছে জগতে, ভালো মন্দ শিখাতে,
সেই সূদুর অতীত থেকে অদ্যাবধি।
হে সুহৃদ মনোমোহন বাবু, তুমি এতো বোকা কেন?
তোমার মত প্রকাশে পাগলপারা,জ্ঞানান্ধে অন্ধ তুমি।
মানুষে মানুষে মমতায় সেতুবন্ধন কীভাবে তৈরী হয়েছে?
চেয়ে দেখো সক্রেটিস প্লেটো এরিস্টটল দর্শন থেকে।
জীবন দিয়েছে সক্রেটিস, পালিয়ে যাননি হার মানেননি,
প্লেটো করেছেন ধারণ, দীক্ষা নিয়ে এরিস্টটল মহাসাধক
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার পিছনে কে কী বলল তা দেখে কোন
লাভ হবে না, তবে প্রতিবাদের ভাষা শিখতে হবে আগে।
বিশ্বাস করো রঙিলা মেয়ে, আমি একক কাউকে নিয়ে
কিছু ই লিখিনা, লিখতে চাই না, সময় কোথায়?
কেউ মনে করলে আমার কিছু ই যায় আসে না, কবি
সমগ্র মানুষের জন্য লিখে, শুনবে মানুষ সেই প্রত্যাশায়
কেউ না শুনলে কিছু যায় আসে না,
আর বিরূপ সমালোচনা সেটাতো পুস্প চন্দন লোকের নিন্দন।
কেউ তোমাকে কবি বললো কি বললোনা, লেখক
ভাবলো কি ভাবল না, তা নিয়ে মাথা ব্যথা করোনা।
এই ছেলে, এমন নির্বুদ্ধিতার পরিচয় দাও কেন?
জগতে লেখকের বন্ধু জার্নালিস্ট, সুসম্পর্ক সৃষ্টি করতে হয়।
এখানে কে নবাব আলীবর্দি খা? তা মূখ্য বিষয় নয়,
তোমার লেখায় ভিটামিন আছে কি না তা হচ্ছে মূখ্য।
লেখক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক নেই, আত্মঅহমিকায়
গদগদ হলে কোন লাভ নেই হে মহামূর্খ উন্মাদ।
জেনে রেখো হে বাঁচা ধন, সম্মান দিয়ে সম্মান পেতে হয়,
স্নেহ ভালোবাসা দিয়ে মন জয় করতে হয় মানুষের।
সমাজের বাস্তবতা না দেখিয়ে কেউ বিপ্লবী হয়নি তো,
সময় সুযোগ সৎ সাহস কাজে লাগাতে হয় জীবনে।
আগাছা পরগাছা না থাকলে গাছের কি’বা মূল্য আছে,
শেখড় বিহীন বৃক্ষ উপড়ে পড়ে ঝড়ের আঘাতে।
প্রকাশ্যে সুসম্পর্ক সৃষ্টি না করে, ঘরে বসে সুন্দরী রমণী
কি নায়িকা হয়েছে? কোন সিনেমায়, কোন ইতিহাসে।
তুমি চাকরি করেছো হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে, তাই বলে
জগতের সকল কি তোমার ছাত্র ছাত্রী হয়ে গেছে?
গুণী মনিষী বন্দনা না করলে গুণী মানুষ হওয়া যায় না,
তা যে শিখতে পারেনি, সে কি শিয়াল পন্ডিত নয়?
ও হ্যাঁ, কত শত সহস্র শিয়াল পন্ডিত মানুষ দেখেছে,
শুধু তুমি দেখো নাই বলে তুমি ই যে শিয়াল পন্ডিত!
বেঁকে বসলে হবে না বাঁচা ধন, শুধরাইতে হয় জীবন,
মাটির মানুষ হও আগে, মাটির ভালবাসা পাবে।
মাটির ভালবাসা পেয়ে ই জগতে ধন্য হয় গুণীজন
তা শিখে নিয়ে তুমি মাটিকে সম্মান করতে শিখো।
লোক টি হয়তো খাটাশ, তবে তোমাকে আলোকিত করেছে কি-না
তার বিচার বিশ্লেষণ করে নিও আগে।
না গো না কোন লাভ হবে না বাঁচা, সুজন সঙ্গ পরিত্যাগ করে,
পারলে সুজন সঙ্গে পিরিতি গড়ো গভীরে।
হ্যাঁ গো হ্যাঁ, আজ হয়তো আমি আঘাত দিয়েছি
তিক্ত কথা উচ্চারণ করে, কালকে হয়তো টেনে উপরে তুলব
জগতে সব মানুষকে এক মাপকাঠি দিয়ে ওজন করা সম্ভব হয় না,
তাই তো গুরুর চরণ বন্দনা বলতে হবে।
জয় হোক মানবতার, জয় হোক লেখক সম্প্রদায়ের
জয় হোক মা মাটি ও মানুষের, জয় হোক জগৎপতির।