জখম
সামিরা খাতুন পাশা
একটা পাশ বুকের হয়েছে জখম
ছিড়ে ছিড়ে গেছে মনের কোণ,
বিরহ বিধুর যাতন মুছিয়া
ভরাট করিবে কোন জন?
জখমের গভীরতায় ডুবে ডুবে যাই
ভেসে যাই সীমাহীন রক্তক্ষরণের স্রোতে।
হাজার সেলাইয়ে ঢাকে না জখম
মোছে না সে দাগ কোন স্তুতে।
বিনি সুতায় যে আত্মার বাঁধন
রচিত রঙিন ফুলে।
ছিড়ে গেছে তার, কেটে গেছে সুর
বেসুরো গান বাজে হৃদয় বীণে।
ভেঙে যায় স্বপন রেখে যায় সাধ
মালা ছিড়ে ঝরে একটি ফুলে।
সহোদর অভাব ঘুচিবে না আর
যে ক্ষত রচিল আত্ম মূলে।
কেমনে বোঝাই জখমিত হৃদয়
তোমার বিরহ মোর কাব্য গানে,
নিয়তির পরম এই অবেলায়
আকুলিত বেদন বাজে প্রাণে মনে।
বেদনায় ভরে পূর্ণ করে মোরে
এ ক্ষত কেমনে ঢাকি?
শূন্য করে রাখিল জগৎ মাঝারে
কেমনে মলিন মুখ রঙেতে আঁকি?
প্রার্থনা তব মোর ক্ষমা করুন প্রভু
তোমার যত ভুল- ভ্রান্তির,
ভালটারে রেখে মুছে দিয়ে ভ্রম
তোমার জগৎ ক্রান্তির।
২ Comments
বাহ্ সুন্দর অভিব্যক্তিময় প্রাঞ্জল কবিতা চলুক।
খুবই সুন্দর হয়েছে। এমন কবিতা আরো চাই।