১৫৯ বার পড়া হয়েছে
শাহ্ নাজমুল।
বৃষ্টি
বৃষ্টিতে ছেয়ে গেল ভেজা ভেজা মাঠটা
একটানা ঝরে জল আষাঢ়ের রাতটা।
ধীরে ধীরে পানিতে ভরে গেল খালবিল
ভরে গেল দীঘিটা পাহাড়ী সব ঝিল।
শীত শীত মজাদার শুধু ঘুম পাচ্ছে
ইমাটা বসে বসে অবিরাম হাচছে।
শুয়ে শুয়ে নাকে আসে খিচুড়ির গন্ধ
কিযে মজা, চারমাস লেখাপড়া বন্ধ।
ঝরঝর বর্ষন ভরে যায় দেহ মন
স্বপ্নেরা ভীড় করে হয়ে যাই উম্মন।
জানালার পাশ থেকে ধূসর দূর গাঁ
কক কক করে এক ডেকে ওঠে মুরগা।
জবুথবু আমগাছ যেন ঠায় ধুকছে
মিরা কাকা বসে বসে বিড়িটা ফুঁকছে।
করোনার এই কালে আষাঢ়ের বরষা
ধীরে ধীরে সব দিক হয়ে গেল ফরসা।