২৫৪ বার পড়া হয়েছে
ছোট বোন টুনটুনি
মোঃ শফি উল্লাহ (মিয়া ভাই)
তোর মিষ্টি মিষ্টি সুন্দর কথা,
জুড়ায় সবার প্রাণ
আদব কায়দা শিখে তুই,
রাখবি মোদের মান।
তুই যে আমার সোনার খনি,
সবার নয়ন মণি
আদর করে ডাকে সবাই,
মাইমুনা টুনটুনি।
আমার বোনটি ছোট্ট অতি,
ধরে হরেক রকম বায়না।
বোনটি আমার খেলনা কিনবে,
তার যে দেরি সয় না।
পুতুল কিনবে গাড়ি কিনবে,
কিনবে নানা রকম সাজ
শপিং করতে যাবে বোনটি
আমার তৈরি হয়েছে আজ।
১ Comment
অসাধারণ ????