ছায়া সঙ্গী
অনিতা দাস
আমি তাহার ছায়া সঙ্গী হলেম
বসন্ত না ফুরানোর দিনে
এক রাত্রির যাত্রী হলেম
নক্ষত্রের দলে,
জোনাক আলোর ঝিলমিলিতে
সঙ্গী হলেম নিশি ভোর হলে
জামরুলের বনে দৌঁড়ে চলি
ছুঁয়ে দেখবো বলে,
কঙ্কন পরা রমনীর কোমল হাতের
স্পর্শে তোমায় জাগবো
সহস্র বছর ধরে।
কেন জানি শত যুগ অপেক্ষার পরে
তুমি এলো নির্ঝরের লক্ষ কোটি স্বপ্ন নিয়ে,
অতীতের যত গ্লানি ম্লান করে
সিংহল সুমুদ্র হতে গুটি গুটি পায়ে হেটে
নিস্তব্ধ বুকে ঢেউ জাগাতে।
মহাকালের যাত্রায় জীবন রেখে
প্রেমের অর্ণিবান শিখা জ্বেলে
পুরোনো অশ্বত্থের নিচে
ধ্যান মগ্ন ঋষির নিশ্চল আসন
পেতে অনন্তকালের পরে
তাহারেই বাধিলাম আমি আমৃত্যু,
আরেক জন্মের অপেক্ষায়
তাহার ছায়া সঙ্গী হয়ে ।
২ Comments
দারুণ
দারুণ প্রকাশ