১৩৩ বার পড়া হয়েছে
কবির ভাষায় একুশ
ছাদির হুসাইন ছাদি
গানে একুশ প্রাণে একুশ
একুশ জাতির-মনে,
কবির ভাষায় একুশ আসে
নতুনত্বের সনে।
ফুলে একুশ মূলে একুশ
একুশ সবার-ঘরে,
কবির ভাষায় একুশ আসে
আলোকিত করে।
বনে একুশ রণে একুশ
একুশ হাটে-মাঠে,
কবির ভাষায় একুশ আসে
বর্ণমালার পাঠে।
দলে একুশ জলে একুশ
একুশ চোখে-মুখে,
কবির ভাষায় একুশ আসে
বীর শহিদের শোকে।