১৬৪ বার পড়া হয়েছে
ছড়াকারের দাম নাই
ইমরান পরশ
ছড়া লিখে হবেটা কী
ছড়াকারের দাম নাই!
এত্ত মানুষ ছড়া লেখে
কজন চেনে নাম নাই!
ছড়া লেখেন আসলাম সানী
রিটন ও আমীরুল
রফিকুল হক, আনজীর লিটন
সুজন, আনিসুল!
ছড়া লিখে পাননি তো নাম
হননি খ্যাতিমান?
এসব কথার জবাব দিলেন
রোমেন রায়হান।
ছড়া লেখেন ফারুক হোসেন
সচিব এখন তিনি
কিশোরগঞ্জে জাহান আছেন
আমরা তাকে চিনি।
চট্টগ্রামে রাশেদ রউফ
মোদাচ্ছের, উৎপল
লম্বা নামের লিষ্টিখানা
ছন্দ ছলাৎছল।
সুকুমার রায়, বড়ুয়া আর
অন্নদাকে চিনি
ছড়া লিখে এই আমাদের
করে গেছেন ঋণী।
অনেক উদাহরণ দিতে
পারব ভুরিভুরি
ছড়া লিখি ছড়া লিখব
বাজিয়ে হাতে তুড়ি।
১ Comment
ছড়াকারের দাম নেই কে বলেছে ভাই