১৪০ বার পড়া হয়েছে
চোখ সরিয়ে নিলাম
রিতুনুর
চাঁদে যাওয়ার স্বপ্ন আমার নেই
তবে দূর থেকে দেখার ইচ্ছে আছে।
আকাশে চাঁদ না উঠলে,
আমার মন খারাপ হয়।
রাতের আঁধারে বারান্দায় দাঁড়িয়ে
রোজ খুঁজি আমি
কোজাগরী চাঁদের আলো,
অনন্ত ভালোবাসা আছে আমার
চাঁদের শনে।
চাঁদকে না দেখলে
আমার সুখের নিদ্রা বিলীন হয়
এভাবেই বহুযুগ চলে গেছে আমার
রূপালী চাঁদ দেখে দেখে।
আজও দেখছিলাম আনমনে
তবে চাঁদ নয়….
চাঁদের মতো একটা কিছু
চার’দেয়ালের মাঝে!!
নিমিষেই চোখ সরিয়ে নিলাম,
চাঁদকে দূর থেকে ভাবা যায় কাছ থেকে নয়।
১ Comment
অসাধারণ।