বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান-এর চোখের মণি উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত:
গতকাল ২২-০২-২৩ বুধবার বিকেল ৪টায়, কাঁটাবন মোড়, ঢাকার কবিতা ক্যাফে-তে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত বরেণ্য কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান-এর চোখের মণি উপন্যাসের পাঠ উন্মোচন অনুষ্ঠান:
এতে উপস্থিত ছিলেন:
১) বরেণ্য কবি আল মুজাহিদী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা),
২) বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, সাবেক পরিচালক: নজরুল ইনস্টিটিউট),
৩) কবি মাহমুদুল হাসান নিজামী (একশো ১৪০টি বইয়ের রচয়িতা)
৪) কবি ড. মাহফুজুর রহমান, প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৫) বিশিষ্ট সংগীত শিল্পী, রুক্সী আহমেদ, বিভাগীয় প্রধান (ইংরেজি), সরকারি লালমাটিয়া কলেজ।
৬) কবি এ টি এম ফারুক আহমেদ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার।
৭) ভারতের কবিতীর্থ পত্রিকার সম্পাদক অমল কুমার মন্ডল,
৮) সৈয়দ ওয়ালিউল্লাহ পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক জসিম মল্লিক (কানাডা প্রবাসী),
৯) কবি, অনুবাদক এবং সাংবাদিক আশরাফ আলী (কানাডা প্রবাসী)
এছাড়াও আরো অর্ধশতাধিক কবি-লেখক ও পাঠক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন:
কবি ও অধ্যাপক শীরীন আক্তার, কবি জাহানারা বুলা, কবি ফরিদা বেগম, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি সোহেল আকন নবাব, কবি নিপা খান, কবি ও গীতিকার তৌফিকা আজাদ, কবি মঞ্জিলা, কবি খাদিজা বেগম, অস্ট্রেলিয়া প্রবাসী সঞ্চিতা এছাড়াও অর্ধশতাধিক কবি-লেখক ও পাঠক উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারী সবাই কবি তসলিমা হাসানের ভীষণ প্রশংসা করেন, এবং তার মানবিক গুণাবলী তুলে ধরেন।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে সংগীত শিল্পী রুক্সীর গান। এছাড়াও উপস্থিত কবি-লেখকগণ তাদের লেখক হওয়ার গল্প ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অংশগ্রহণকারী সবাইকে প্রতিবিম্ব প্রকাশের সত্ত্বাধিকারী বাস্তববাদী কবি আবুল খায়ের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান, এবং আগামীতে সকলের আরো বেশি সহযোগিতা কামনা করেন।