চোখের নেশা
মো: গোলাম রসুল
কামরুন্নেসা চোখের নেশা
অতি সুন্দর নারী,
হলুদ বরণ বদন তাঁহার
হাতে বেলোয়ারী।
কাজল চোখে পিঙ্গল কেশে
অতি মনোলোভা
কানে তাঁহার ঝুমকোলতা
লাগে বেজায় শোভা।
নাকে তাঁহার সোনার নোলক
হাতে রূপার বালা
দীঘল দেহে মনে বহে
সুজন নদীর ভেলা।
মন উড়ে যায় পাগল হয়ে
রক্তিম আভা ঠোঁটে
পায়ে তাঁহার রূপার নূপুর
বাঁজে মনের ঘাটে।
কবি আমার রূপের কন্যা
টানা টানা চোখে
ভ্রুযুগল তাঁর চাঁদের মতো
পাগল প্রেমিক দেখে।
সাদা দাঁতের হাসিতে তাঁর
মুক্তো যেন ঝরে
বুকের মাঝে প্রেমের সাগর
আকাশ থেকে পড়ে।
বিশ্বসেরা মায়া ভরা
বাংলাদেশের নারী
দেশের কাজে ব্যস্ত থাকে
স্বপ্নের ভেলায় চড়ি।
জন্ম আমার বঙ্গ দেশে
মানটা হয়নি খর্ব
কামরুন্নেসা বাংলার আশা
মোদের সবার গর্ব।