২৮২ বার পড়া হয়েছে
চেহারা সুরৎ সুন্দর হলেই
দেবদাস হালদার
চেহারা সুরৎ সুন্দর হলেই
আজ
লাইক কমেন্টের ছড়াছড়ি!
কি আছে তার লেখার
ভিতর
কেউ তাহা একটু পড়ি?
দিন শেষে ঐ রাত্রিবেলায়
তার
লেখাটাই পুরস্কার পায়!
তাই সে তখন ঘটা করে
ফেসবুকে তা
পোস্ট করে
আর
পুরস্কারের সনদ দেখায়?
হায়রে প্রিয় বাংলাদেশ!
রূপের সনদ দিয়ে আজ
তুই
সাহিত্যকেই করলি শেষ?
২৫.১১.২২ইং, শুক্রবার
ঢাকা, বাংলাদেশ।
(জ্ঞানের আলো)