চেহারা সুরৎ আগের মতোই
দেবদাস হালদার
ভাবতে ভীষণ অবাক লাগে
কয়েক যুগের এক
বিশাল
সময় নিখোঁজ থাকার পরে ;
মেসেঞ্জারের বদৌলতে তার
সাথে
আজ হলো
কথা তা-ইতো হঠাৎ করে।
চেহারা সুরৎ আগের মতোই
তবে
সে বর্তমানে দুই
সন্তানের অতি আদরের মা;
পুরোনো স্মৃতির ঘটছে ইতি
তাইতো আজ
আর
সেই বিরহে লাগেনা হৃদে ঘা।
এমন একদিন ছিলো যখন
সকাল
বিকাল কাউকে দেখার তরে;
মনটা তার ব্যাকুল হতো আর থাকতো
না সে বেশীক্ষণ নিজের ঘরে।
রাস্তার ধারে ওই পুকুর পাড়ে
বাসা
হওয়ায় জানলার পাশে গিয়ে;
দুর থেকে সে জানান দিতো
তার
অবস্থান হাতের ইশারা দিয়ে।
কিযে ভালো লাগতো তখন
সেই
ইশারায় বুঝানো ভীষণ দায়;
তাইতো আজো সেই স্মৃতিটা
হৃদয়
মাঝে অনেক দোল-ই খায়।